নতুন ফেনী ডেস্ক >>
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন ফাজিল (স্নাতক) পরীক্ষা-২০১৬ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৭ নভেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। তবে বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।
এ বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৯৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় সারাদেশের মোট ১২ হাজার ৭৭টি ফাজিল ও কামিল মাদ্রাসার মোট ৯১ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬০ হাজার ৭৬৩ জন এবং ৩০ হাজার ৮৮৪ জন ছাত্রী রয়েছেন। তার মধ্যে ১ম বর্ষের ছাত্র ১ হাজার ৮৬৩ জন ও ছাত্রী ৯৩৬ জন। এ ছাড়া ২য় বর্ষের ছাত্র ৩৩ হাজার ৯৫২ জন ও ছাত্রী ১৬ হাজার ৬৭৩ জন এবং ৩য় বর্ষের ছাত্র ২৪ হাজার ৯৪৮ জন ও ১৩ হাজার ২৭৫ জন ছাত্রী রয়েছেন।
পরীক্ষার প্রবেশপত্র ও সময়সূচি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iuac.bd) থেকে জানা যাবে।
সম্পাদনা: আরএইচ/এইচএসটি







