পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামে চোরাচালান-মাদক, জঙ্গী তৎপরতা, নারী ও শিশু পাচার রোধসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি’র ৪ ব্যাটালিয়নের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে খোকা মিয়া মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র সেক্টর কমান্ডার লে.কর্ণেল গাজী মো.আহসানুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো.সহিদুর রহমান, উপ-অধিনায়ক মেজর মো: খাজা মাইন উদ্দিন মিয়া, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল,পরশুরাম থানার ওসি (তদন্ত) মাসুদ করিম শিকদার, মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্ট, ইউপি সদস্য জাহিদ হোসেন সহ প্রমুখ।
মতবিনিময় সভায় বিভিন্ন জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এসএইচএফ







