নতুন ফেনী ডেস্ক >>
দাগনভূঞা প্রেসক্লাবের সদস্য জহিরুল আলমকে হত্যার হুমকি দেয় কথিত এক সাংবাদিক। এ ঘটনায় দাগনভূঞা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবের একটি উম্মুক্ত সভায় সাপ্তাহিক নির্ভীক পত্রিকার কপি গণমাধ্যম কর্মীদের হাতে দেন দৈনিক আমাদের ফেনীর বিশেষ প্রতিনিধি ও সাপ্তাহিক নির্ভীক পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি জহিরুল আলম। এ সময় উপস্থিত কথিত সাংবাদিক ওসমান গনি একটি খবর দেখে ক্ষুব্দ হয়ে ওই পত্রিকাটি পায়ের তলায় পৃষ্ঠ করে। এতে ওই পত্রিকার প্রতিনিধি জহিরুল আলম বাধা দিয়ে সিনিয়রদের গালিগালাজ করতে নিষেধ করলে টেবিলের উপর রাখা তালা দিয়ে তার মাথা থেতলে দেয়ার চেষ্টা করে। পরে উপস্থিত গণমাধ্যম কর্মীরা তার হাত থেকে জহিরকে উদ্ধার করে। ওসমান গণি উপস্থিত সকলের সামনে ওই সাংবাদিককে হত্যার হুমকী দিয়ে অন্যত্র চলে যায়।
ওসমান গণি সাপ্তাহিক নির্ভিক পত্রিকা পায়ের তলায় পৃষ্ঠ করার অভিযোগ অস্বিকার করে বলেন, প্রেসক্লাবের উন্মুক্ত সভায় জহিরুল আলমের সাথে তাঁর বাক-বিতন্ডা হয়।
দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সল অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে শিঘ্রই ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদনা: আরএইচ/এনকে/এসএইচডি







