নতুন ফেনী ডেস্ক>>
দাবীকৃত চাঁদা না দেয়ায় সিলেটের বিয়ানীবাজারে এক প্রবাসীকে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। সরকার দলীয় নেতাদের যোগসাজশ থাকায় ঘটনাটি থানা-পুলিশকে জানিয়েও কোন ফল হয়নি। এ ঘটনায় ওই প্রবাসী ১০ নভেম্বর সিলেট জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্বপরিবারে লন্ডনে বসবাস করেন বিয়ানীবাজার থানার খাসাদীঘিরপাড় এলাকার হাজী মো: আবদুল হকের প্রবাসী ছেলে ইফতেখার আহমদ শিপন। বাড়ীতে নির্মান কাজ শুরু করায় ৩ নভেম্বর সকালে দেশীয় অস্ত্র-শ্রস্ত্র নিয়ে শিপনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করে একই এলাকার মৃত বদই মিয়ার ছেলে আজির উদ্দিন, তেরা মিয়া, আলীম উদ্দিন, সফইমিয়ার ছেলে মখলিছ সহ ৩-৪ জন সন্ত্রাসী। এসময় বাড়ীর কেয়ারটেকার আবদুল জলিল এগিয়ে আসলে তার উপর হামলা চালানো হয়। এরপর ৫ নভেম্বর দাবীকৃত চাঁদার টাকা আনতে শিপনকে না পেয়ে অপর কেয়ারটেকার জলিলকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে বাড়ীর নির্মাণ কাজের জন্য আনা ১২ হাজার টাকা মূল্যের ৬ মন রড লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইফতেখার আহমদ শিপন সাংবাদিকদের অভিযোগ করেন, মামলা দায়েরের তিনদিন পর থানা আওয়ামীলীগ সভাপতি আবদুল হাসিব মুনিয়া ঘটনাটি জেনে বিচারের আশ্বাস দিলেও কিছুক্ষন পর এস আই আবদুল মালিক নির্মান কাজ স্থগিতের নির্দেশ দেন। পরে আবদুল মালিক আওয়ামীলীগ নেতা হাসিব মুনিয়ার নির্দেশে কাজ বন্ধ করেছেন বলে তাৎক্ষনিক সাংবাদিকদের জানিয়েছেন।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার এস আই আবদুল মালিক এর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
সম্পাদনা: আরএইচ