সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ঈদগা এলাকায় প্রবাসীকে কুপিয়ে সর্বস্ব লুটে নেয়ার ঘটনায় জড়িত জলদস্যু বাটা দুলালকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে শনিবার রাতে অভিযান চালায় পুলিশ। ওই ঘটনার জড়িত থাকার সন্দেহে সোনাগাজী উপকুলের দুর্ধর্ষ জলদস্যু বাটা দুলালকে আটক করা হয়।
এরআগে শনিবার উপজেলার মধ্যম চরছান্দিয়া গ্রামের মীর আহাম্মদের ছেলে আবদুল হাই রিপন (৩৫) সৌদি আরব থেকে দেশে ফিরতে বাড়ীর উদ্যেশে ঢাকা থেকে মাইক্রো যোগে রাওয়ানা হন। ওই প্রবাসী সোনাগাজীর ভূঞারহাট ঈদগাহ সংলগ্ন স্থানে পৌছলে জলদস্যু বসর বাহিনীর ৮/১০ জন সশ্রস্ত্র ডাকাত গাড়ী গতিরোধ করে। ডাকাতদল গাড়ী চালককে মারধর করে বের করে দিয়ে প্রবাস ফেরত রিপন ও তার ভাই মিলনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এসময় রিপনের সাথে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক মোঃ সৈয়দুল মোস্তফা বাটা দুলালকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ