সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজী উপজেলার চরচান্দিায়া ইউনিয়ন বিএনপির অফিস ভাংচুর করেছে দুর্বৃত্ত্বরা। সোমবার রাত আডাইটার দিকে এ ঘটনা ঘটে।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার রাতে ইউনিয়ন বিএনপি মাইক বাজিয়ে উৎসব পালন করে। রাত দুইটার দিকে বিএনপি নেতাকর্মীরা চলে গেলে রাত আডাইটার দিতে ওই অফিসে হামলা করে মাইক, আসবাবপত্র ভাংচুর ও গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে। খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা পরপর কয়েকটা ককটেল নিক্ষেপ করে এগিয়ে এলেছে দুর্বৃত্ত্বরা চলে যায়।
এ বিষেয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবুল বশর নতুন ফেনী’কে জানান, ইউনিয়ন আওয়ামীলীগের একাধিক নেতার সাথে কথা বলে বিজয় দিবসে উৎসবের আয়োজন করি। কিন্তু রাতের আঁধারে কে বা কাহারা বিএনপি অফিস ভংচুর করে। তিনি দোষীদের বিচারের দাবী জানান।
সোনাগাজী মডেল থানার ওসি সৈয়দুল মোস্তফা বলেন, তিনি বিষয়টি শুনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীতে বিএনপি অফিস ভাংচুর
