নিজস্ব প্রতিনিধি>>
ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার প্রধান আসামী বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারকে ফের জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ তার ছয় মাসের জামিন মঞ্জুর করেন।
আদালতে মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
এর আগেও হাইকোর্টের একটি বেঞ্চ মিনার চৌধুরীকে জামিন দিয়েছিলেন। গত ১৯ মার্চ আপিল বিভাগ ওই জামিন বাতিল করে দেন। তবে, জামিন বাতিল করে দেয়া আপিল বিভাগের আদেশে বলা হয়েছিল, ছয় মাসের মধ্যে নিম্ন আদালতে এ মামলা নিষ্পত্তি করতে হবে। ওই সময়ের মধ্যে বিচার শেষ না হলে হাইকোর্ট মিনার চৌধুরীর জামিনের বিষয়টি বিবেচনা করতে পারেন।
সে অনুযায়ী মামলা নিষ্পত্তি না হওয়ায় রোববার আদালতে ফের জামিন আবেদন করেন মিনার চৌধুরীর আইনজীবী। ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট আজ রোববার রুলসহ ছয় মাসের এ জামিন দিয়েছেন।
বশির আহমেদ বলেন, আদালত শর্তসাপেক্ষে ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন। বিচারিক আদালতে পাসপোর্ট জমা রেখে তাকে জামিনে যেতে হবে। জামিনের এ আদেশ স্থগিতের জন্য রোববারই আপিল বিভাগে আবেদন করা হয়েছে বলে সহকারী অ্যাটর্নি জেনারেল জানান।
এর আগে ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমীস্থ বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি একরামুল হক একরামকে প্রকাশ্য দিবালোকে গুলি করে কুপিয়ে হত্যা করে। পরে তাকে বহনকারী গাড়ীতে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। ঘটনায় একই দিন রাতে নিহত একরামের বড় ভাই বাদী হলে বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় একই বছরের ২৮ আগষ্ট পুলিশ ৫৬ জনকে আসামী করে চার্জশীচ দাখিল করে।
সম্পাদনা: আরএইচ/জেএইচএম







