ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়া ইম্পীরিয়্যাল স্কুলের মেধাবী শিক্ষার্থী ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পৌর শহরের ইম্পীরিয়্যাল স্কুলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ।
বিদ্যালয়ের সভাপতি মোঃ নুর হোসেন মজুমদা’র সভাপতিত্বে ও শিক্ষক আরিফ হোসেন’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মহি উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, সাংবাদিক আব্দুল আউয়াল চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের পরিচালক খালেদা আক্তার, সিনিয়র শিক্ষক কবি ও সাংবাদিক বকুল আক্তার দরিয়া, কলেজ রোড়ের ব্যবসায়ী ফজলুল হক, মোঃ হাসান, সিনিয়র শিক্ষক রহিম উল্যাহ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকববৃন্দ। শেষে মেধাবী ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ