নতুন ফেনী ডেস্ক>>
বেসরকারি টিভি চ্যানেল নাইনের স্কুল বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান স্টার লাইন ‘ব্ল্যাকবোর্ডের বাইরে’ দৃশ্য ধারনের জন্য এ প্রথম ফেনী আসছে অনুষ্ঠানটির নির্মাতা ও কলাকুলশীরা। আগামী শুক্রবার থেকে রবিবার ফেনীর ৩টি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানটির জন্য চিত্রগ্রহণ করবেন তারা।
জানা গেছে, আগামী শুক্রবার ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শনিবার ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং রবিবার স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যশনাল স্কুলে অনুষ্ঠানটির জন্য চিত্রধারন করবেন সংশ্লিষ্টরা। চ্যানেল নাইনে প্রচারিত স্কুলভিত্তিক ম্যাগাজিন ‘ব্ল্যাকবোর্ডের বাইরে’ অনুষ্ঠানটির প্রতি পর্ব একটি নির্দিষ্ট স্কুল বা কলেজকে নিয়ে সাজানো হয়। থাকে স্কুল বা কলেজ পরিচিতি, সেই সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা, রয়েছে গেম শো, কুইজ শো এবং প্রধান শিক্ষকের সাক্ষাৎকার। এছাড়া অনুষ্ঠানের একজন প্রাক্তন সফল শিক্ষার্থীর বক্তব্য তুলে ধরা হয়।
স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন বলেন, ফেনীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেশব্যাপী তুলে ধরতে চ্যানেল নাইনের এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। অনুষ্ঠানটির স্পন্সর হচ্ছে স্টার লাইন ফুড প্রোডাক্টস লি:। প্রতি শুক্রবার রাত ৮টায় অনুষ্ঠানটি চ্যানেলটিতে সম্প্রচার করা হয়। একই দিন রাত ১২টা অনুষ্ঠানটি পুনরায় সম্প্রচার করা হয়। রন্ধনবিদ জেবুন্নেসা বেগমের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফ উদ্দিন রিফাত।
সম্পাদনা: আরএইচ/এনকে







