নতুন ফেনী ডেস্ক>>
ফেনীতে দু:স্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তুলের ফেনী শাখা। বৃৃহস্পতিবার সকালে ফেনী সরকারী কলেজ প্রাঙ্গণে আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। মাস্তুলের ফেনী জেলা শাখা সভাপতি আলাউদ্দিন রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সফিকুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাাবিবুর রহমান।
সাধারণ সম্পাদক গাজী শামীমের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মাস্তুলের ভলেন্টিয়ার রিপ্রেজেন্টেটিভ শৈবাল দাস, ফেনী শাখার প্রচার সম্পাদক সোলায়মান হাজারী ডালিম, ভলেন্টিয়ার রিপ্রেজেন্টেটিভ কাজী তানভীর ফারুকী, সহ-সভাপতি শেখ ফরিদ রুবেল, কফিল উদ্দিন মাহমুদ, অর্থ সম্পাদক ফখরুল ইসলাম, মহিলা শাখার সহ-সভাপতি নাহিদা আক্তার, যুগ্ম-সম্পাদক অনন্যা বসাক ও কাজী জ্যোতি, আলোকচিত্রী রবিন প্রমূখ।
এতে ফেনী রেলওয়ে ষ্টেশনের ৭০ জন পথ শিশু ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে শীতবস্ত্র বিতরণ







