শহর প্রতিনিধি>>
ফেনী সরকারী কলেজ মাঠে সাতদিন ব্যাপী ৩য় ফেনী জেলা রোভার মুট শুরু হয়েছে। বাংলাদেশ রোভার স্কাউটস ফেনী জেলা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউল আরিফ। ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (সার্কেল) সামছুল আলম সরকার, ফেনী সরকারী কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ মহি উদ্দিন চৌধুরী প্রমূখ।
আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত কলেজ মাঠে এ মুট চলবে বলে আয়োজক কমিটি জানিয়েছে। তারা জানান, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত রোভাররা প্রতিদিন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে সাতদিন ব্যাপী রোভার মুট’র উদ্বোধন
