নতুন ফেনী ডেস্ক>>
সোনাগাজীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় দুই বখাটেকে ১বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মিনহাজুল করিম এ আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনাগাজী ছাবের মডেল স্কুলের এক ছাত্রীকে (১১) বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছে শাহরুখ (২২) ও শহীদ হাসান (২০)। এতে ওই ছাত্রীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে শনিবার রাতে সোনাগাজী পৌর শহর থেকে তাদের আটক করে পুলিশ। পরে রবিবার দুুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মিনহাজুল করিম’র কাছে নিয়ে গেলে তিনি দুই বখাটের প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্ত শাহরুখ খান সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের শায়েস্তা খানের ছেলে এবং শহীদ হাসান একই গ্রামের ফারুক মাহমুদের ছেলে। শাহরুখের বিরুদ্ধে এর আগেও একটি ধর্ষণ মামলা রয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হারুনুর রশিদ দুই বখাটেকে আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ/এএইচ