পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পরশুরাম কেন্দ্রীয় মসজিদের খবিত মাওলানা হুমায়ুন কবির নোমানির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা ভাইস চেয়ারম্যানে এনামুল করিম মজুমদার বাদল, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম চৌধুরী, সাবেক পৌর মেয়র আবু তালেব, পরশুরাম ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নূরুল ইসলাম, ফেনী জেলা পরিষদের সদস্য এম শফিকুল হোসেন মহিম, মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান ভূট্ট, উপজেলা ঈদ-ই মিলাদুন্নবী দঃ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের জামে মসজিদের খবিত মাওঃ মোঃ ইব্রাহিম মজুমদার, সিনিয়র সহ-সভাপতি কাজী তোফায়েল আলম বাবর সহ-সভাপতি প্রভাষক মোঃ জালাল উদ্দিন, উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মনছুর মোলা, সদস্য মাওঃ মোঃ জসিম উদ্দিন, সদস্য মাওঃ মোস্তাফিজুর রহমান, উদযাপন পরিষদের সমন্বয়ক শামসুল আলম শাকিল, সাংগঠনিক সম্পাদক মোঃ আলা উদ্দিন সহ প্রমুখ।
উদযাপন পরিষদের সমন্বয়ক মোঃ ইয়াছিন শরীফ মজুমদারের পরিচালনায় আলোচনা শেষে মুনাজাত পরিচালনা করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব মাওলানা মোঃ আজিজুল হক।
এর আগে পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জশনে জুলুছ হয়ে উপ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে মিলিত হয়।
সম্পাদনা: আরএইচ/এসএইচএফ







