দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঁঞায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন দাগনভূঁঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মিয়াজীর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাফিউল আলম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, দাগনভূঁঞা থানা ওসি (তদন্ত) ছমি উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহিদুল ইসলাম হাজারী, দাগনভূঁঞা প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য সম্পাদক কাজী ইফতেখার, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার আবুল হোসেন ও ব্রাক ম্যানেজার পারভীন আক্তার প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর উপলক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নের সকল ওয়ার্ডে ১-৫ বছরের শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ট্যাবলেট খাওয়ানো হবে।
সম্পাদনা: আরএইচ







