নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে প্রতি বছরের ন্যায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ প্রশাসন। সোমবার পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত (ডিআইজি) মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) মোহম্মদ খালেদ, ট্রফিক পুলিশের পরিদর্শক মীর গোলাম ফারুক, সহকারী পুলিশ সুপার (দাগনভূইয়া-সোনাগাজী) জুনায়েদ কাউসার, ফেনী মডেল থানার পরিদর্শক রাশেদ খান চৌধুরী, ফেনী মডেল থানা পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলামসহ জেলার ৬ টি থানার কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠঅনে পুলিশে কর্মরত থাকাকালীন মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারী ৩২ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদনা: আরএইচ







