নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে আধুনিক যন্ত্রসমূহ কম্বাইন হার্ভেস্টার ও রিপারের মাধ্যমে মাধ্যমে শস্য কর্তন, যন্ত্র প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার আলোকদিয়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: খালেদ কামাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন। বক্তব্য রাখেন- আলোকদিয়া আইএফএমসি কৃষক সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ভূঁঞা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে চেওরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা শাহীন, কৃষি প্রকৌশলী শুভ দত্ত, উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা মহিউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ বেগম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থবছরে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আলোকদিয়া আইএফএমসি কৃষক সমবায় সমিতি লি: এর সদস্যদের প্রায় ২০ লাখ টাকা মূল্যের আধুনিক যন্ত্রপাতি সরকারীভাবে প্রদান করা হয়। এ সমিতিতে ৭০জন কৃষক সদস্য রয়েছে। সদস্যরা ছাড়াও আশপাশের গ্রামের কৃষকরা এ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে লাভবান হচ্ছে।
সম্পাদনা: আরএইচ/ডিটি







