নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে ৪০ লাখ টাকা মূল্যের হিরোইন ও ইয়াবা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ান (র্যাব)। শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার টায় বিপুল পরিমান এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
র্যাাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের হাজারী রোড়ের একটি বাসা অভিযান চালায় র্যাব। এ সময় ৮ হাজার ১’শত ১০ পিস ইয়াবা, ৩৩০ গ্রাম হিরোইন ও নগদ ২ লাখ ৫০ হাজার টাকাসহ সাইফুল ইসলাম (৪৫) ও শাহানা আক্তার (৩৫ কে আটক করা হয়। র্যাব জানায় উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা। আটককৃত সাইফুল ইসলাম চট্টগ্রামের সন্দীপের মাইড়ভাঙ্গা এলাকার মৃত ইয়াকুবের ছেলে ও শাহানা তার স্ত্রী।
র্যাপিড একশ্যান ব্যাটেলিয়ান (র্যাব-৭) ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এসম মোবাশ্বের হোসেন মাদকসহ ২জন আটকের সত্যতা নিশ্চত করেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে ৪০ লাখ টাকার হিরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
