ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ায় ঢাকাস্থ সততা সমিতির শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা করা হয়েছে। শনিবার সকালে পৌর শহরের দক্ষিন সতর রাস্তার মাথা সংলগ্ন স্থানে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক একেএম সফিকুল ইসলাম।
পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারি খোকন’র সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন দেলু’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকাস্থ সততা সমিতির উপদেষ্টা শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক মির্জা মীর কাশেম আলী, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে গরিব ও শীতার্থ অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ