সদর প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলা স্কাউটের ১৩ তম সমাবেশ ও ৪ দিন ব্যাপী তাবু জলসার সমাপনী অনুষ্ঠান শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার পাঁচগাছিয়া এ.জেড় খান উচ্চ বিদ্যালয় মাঠে এ জলসা অনুষ্ঠিত হয়। ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার পি.কে.এম এনামুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজ আহাম্মদ চৌধূরী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ডি.এম একরামুল হক, সাধারন সম্পাদক মীর হোসেন ভূঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল করিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার আলী হায়দার, সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শুসেন চন্দ্রশীল, পাচগাছিয়া এ.জেড় খান উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন ভূইয়া প্রমূখ। তাবু জলসা ও সমাবেশে ফেনী সদর উপজেলার ২৮টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
সম্পাদনা: এনকে
ফেনীতে স্কাউটের তাবু জলসা সম্পন্ন
