আলমগীর হোসেন রিপন>>
সোনাগাজীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সোনাগাজীর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উদ্বোধন করা হয়।
এসময় সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান, সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মোমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, সোনাগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আরেফিন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইসমাইল, গোলাম সারওয়ার, আলা উদ্দিন গঠন এবং মাস্টার শরীয়ত উল্যাহ প্রমূখ।
এরপর পর্যায়ক্রমে সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিতরণ করা হয়।
সম্পাদনা: আরএইচ/এএইচআর







