নিজস্ব প্রতিনিধি >>
ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় ও বালিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মীনি একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড.শরিফা খাতুন, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়,পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম,বালিগাঁও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি শুসেন চন্দ্র শীল।
উদ্বোধনের পর অতিথিরা নব-নির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।
সম্পাদনা: আরএইচ/এনকে







