নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে কেন্দ্রিয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদল সভাপতি (একাংশ) মেজবাহ উদ্দিন ভূঞাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে দাগনভূঞা উপজেলার একটি বিয়ের অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌরসভার আলাইয়াপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় হরতাল-অবরোধে ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে বেশ কয়েকটি মামলা গ্রেফতারী ফরোয়ানাভুক্ত আসামী মেজবাহ উদ্দিন ভূঞাকে গ্রেফতার করা হয়। এছাড়াও তিনি জাতীয়তাবদী হেল্পলাইনের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ মজবাহ উদ্দিন ভূঞাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ