নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে ৭দিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে। বুধবার বিকালে শহরের পিটিআই মাঠে আয়োজিত মেলায় প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন ভাষা সৈনিক ও সুপ্রিমাকোর্টের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক।
জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. শরীফা খাতুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুল আলম মজুমদার প্রমূখ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারী উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/জেএইচএম