শহর প্রতিনিধি>>
ফেনীতে ২দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন আয়োজন করা হয়।
এর আগে মেলা উপলক্ষে বর্ণাঢ্য একটি র্যালী বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়। র্যালিতে জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/আরআর







