নিজস্ব প্রতিনিধি>>
গ্রামের বাড়ীতেই সমাহিত হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেছা। মঙ্গলবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
এর আগে সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর মা। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। রাতেই তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন স্বজনরা। সকালে মরদেহবাহী গাড়ি গ্রামের বাড়িতে পৌঁছে। বাদ জোহর কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজ মাঠে বেগম ফজিলাতুন্নেসার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুর সংবাদ শুনে স্বজন ও নেতাকর্মীরা ভিড় করেছেন তার গ্রামের বাড়িতে। মরহুমার নামাজে জানাজা ও দাফনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারাসহ নোয়াখালী ও আশপাশের বিভিন্ন জেলার নেতারা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
ফজিলাতুন্নেসা নোয়াখালীর কোম্পানীগঞ্জের রাজাপুর গ্রামে নিজের বাড়িতে থাকতেই পছন্দ করতেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ওবায়দুল কাদেরের মা। ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় কোম্পানীগঞ্জে গ্রামের বাড়িতে স্ট্রোক করেন ফজিলাতুন্নেসা। সেদিন বিকাল ৩ টার দিকে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
ওবায়দুল কাদেরসহ চার ছেলে এবং ছয় মেয়ে রেখে গেছেন ফজিলাতুন্নেছা। একক পরিবারের এই যুগে সন্তানদের একসঙ্গে বেঁধে রেখেছিলেন তিনি। ওবায়দুল কাদেরের বাবা নোয়াখালীর বসুরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ১৯৯৩ সালের ২৩ জুলাই মারা যান।
সম্পাদনা: আরএইচ/ইএন