মিরসরাই প্রতিনিধি >>
মিরসরাইয়ে যাত্রীবাহী বাস খালে পড়ে ৩০ জন আহত হয়েছে। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা এলাকয় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের ওই এলাকায় একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী জোনাকি পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো ভ ১১-৫০৯৪) উল্টে পাশ্ববর্তী মহামায়া খালে পড়ে যায়। এ সময় মো. শরীফ (২৪), মো. মারুফ (৩২), আবদুর রশীদ (৩৫), মো. রাজু (২৯), মো. জুয়েল (২৩), মনিকা (২৪), ফজিলত বেগম (৪৫), শাহীন আলম (৫৫), আবদুস সালাম (৫০), হুমায়ুন কবির (৩০), মো. নয়ন (২৪), জাহাঙ্গীর (৫০), রফিকুল ইসলাম (২৭), আনোয়ার হোসেন (৬৫), শারমিন আক্তার (২৫)। আহতদের মধ্যে শরীফের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) স্থানান্তর করা হয়েছে।
জোরারগঞ্জ চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদি হাসান জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এমইউ
মিরসরাইয়ে যাত্রীবাহী বাস খালে পড়ে আহত ৩০
