সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীর চরগনেশ এলাকা থেকে চাপাতি সহ দেলোয়ার হোসেন পমেল নামের এক যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ওই দিন রাতে সোনাগাজী পৌরসভার ৯ নং চর গনেশ এলাকায় এক সেনা সদস্যের বাড়ীতে ১০ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পর টহলরহ অবস্থায় পুলিশ একটি চাপাতি সহ সন্দেহভাজন পমেলকে আটক করে থানায় নিয়ে আসে। আটক কৃত দেলোয়ার হোসেন পমেল উপজেলার চর সোনাপুর বাদামতলী এলাকার বেলায়েত হোসেনের ছেলে বলে জানা গেছে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক সৈয়দুল মোস্তফা ডাকাতির ঘটনায় আটককৃত পমেলকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান।
সম্পাদনা: এনকে
সোনাগাজীতে চাপাতিসহ যুবক আটক







