ঢাকা অফিস>>
ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সংসদ পদের বৈধতা চ্যালেঞ্চ করে দায়ের করা রিটের রায় প্রত্যাক্ষাণ করে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারী শাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি বিচারপতি আবু জাফর সিদ্দিকী রায় ঘোষণার পর গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় এ কথা জানান।
শাখাওয়াত হোসেন বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবু জাফর সিদ্দিকীর বিরুদ্ধে অনাস্থা দিয়েছি। তিনি আমাকে অশ্বস্থ করেছেন। তিনি আরো বলেন, এ রায়ের বিরুদ্ধে রবিবার উচ্চ আদালতে আপিল করবো। এসময় শাখাওয়াত হোসেন’র আইনজীবি রাশিদা খানম চৌধুরী, যুবলীগ নেতা এম আজহারুল হক আরজুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১০ মে একটি জাতীয় দৈনিকে ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ‘২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু দুই বছর ১০ মাস কম সাজা খেটে কারাগার থেকে মুক্তি পান তিনি’। পরে এই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন সাখাওয়াত হোসেন ভূঁইয়া।
রিট আবেদনে বলা হয়, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুসারে, কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না, যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকে। সে হিসেবে নিজাম হাজারী ২০১৫ সালের আগে সংসদ সদস্য হতে পারেন না। অথচ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে সংসদ সদস্য হন তিনি।
সম্পাদনা: আরএইচ/ আরআর