শহর প্রতিনিধি>>
ফেনী শহর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বৃহস্পতিবার ডিসেম্বর ফেনী শহরের তাকিয়া বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মোঃ শাহজাহান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মোঃ তোফাজ্জাল হোসেন তবারক নির্বাচিত হযেছেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, নির্বাচনে সভাপতি পদে মোঃ শাহজাহান হাওলাদার চেয়ার প্রতিক নিয়ে ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিধন্দি মোঃ আবদুল মালেক সরদার ছাতা প্রতিক নিয়ে ৩৪৪ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মোঃ তোফাজ্জাল হোসেন তবারক আনারস প্রতিক নিয়ে ৩৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিধন্দি মোঃ শাহজাহান শেখ মাছ প্রতিক নিয়ে ৩১৭ ভোট পান। সাংগঠিনক সম্পাদক পদে মোঃ আবদুল হালিম সরদার হরিণ প্রতিক নিয়ে ৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিধন্দি মোঃ শামিম শেখ বাইসাইকেল প্রতিক নিয়ে ৩০৬ ভোট পান। যারা বিনা প্রতিধন্দিতায় নির্বাচিত হন সহ-সভাপতি মোঃ বজলুর রহমান, মোঃ বেলাল হোসেন, মোঃ ইসহাক হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ জাকির হোসেন মাতাব্বর, আবদুল হাই সরদার রূপম, অর্থ সম্পাদক পদে মোঃ শাহাদাত হোসেন সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক পদে মোঃ জুলফিকার আলী শেখ, দপ্তর সম্পাদক পদে মোঃ অহিদের রহমান মল্লিক, ধর্ম সম্পাদক পদে মোঃ খলিল গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে মোঃ জাহাঙ্গীর হাওলাদার, সদস্য পদে মোঃ রিপন হাওলাদার, মোঃ নুর নবী, মোঃ আলী আক্কাস খাঁন, মোঃ ইনসাফ আলী খাঁন, মোঃ তাজুল ইসলাম, মোঃ আবু চালেক হাওলাদার, মোঃ জাহাঙ্গীর হাওলাদার। নির্বাচন কমিশনারের চেয়ারম্যান ছিলেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মাকছেদুর রহমান, সদস্য ছিলেন শহর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাচ্চু, যুগ্ন সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক প্রতিনিধি ফারুক হোসেন, এমদাদ হোসেন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন। নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রমে সার্বিক সহযোগীতা করেন শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব ফারুক হারুন, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল, যুগ্ন সম্পাদক আবুল কাশেম, সাবেক সভাপতি জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার, সহ সাংগঠনিক সম্পাদক ইফতেখার রাশেদ, দপ্তর সম্পাদক শাহ আলম বাদল প্রমুখ।
সম্পাদনা: আরএইচ