নিজস্ব প্রতিনিধি>>
আলোচিত একরামুল হক একরাম হত্যা মামলার প্রধান আসামী মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী মিনার ও পৌর যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক জিয়াউল আলম মিষ্টারসহ ১২ জন মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতে রায় ঘোষনার পর সন্ধ্যায় জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়।
কারাগার সূত্র জানায়, মাহতাব উদ্দিন চৌধুরী মিনার, জিয়াউল আলম মিষ্টার ছাড়াও কাজী শানান মাহমুদ, সাইদুল করিম পাপন, জাহিদ হোসেন ভূঞা, মো: বেলায়েত হোসেন পাটোয়ারি, মো: মাসুদ, আবদুর রহমান রউপ, ইকবাল, কাদের, কালা মিয়া ও রিপন গতকাল মুক্তি পান।
উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে শহরের একাডেমী বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্য দিবালোক গুলি করে, কুপিয়ে ও তাকে বহনকারী গাড়ীতে আগুন ধরিয়ে হত্যা করে। হত্যাকান্ডর পর একরামের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ও তৎকালীন গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ ৫৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন।
সম্পাদনা: আরএইচ/ এএ







