নতুন ফেনী ডেস্ক>>
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও উচ্চ বিদ্যালয় ও সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধকার পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, ফেনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক মো. সোলায়মান, বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ও সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক মাকসুদের রহমান, শাহাজাহান ফিরোজ, জীবন বন্ধু অধিকারী প্রমুখ।
সম্পাদনা: আরএইচ/এমপি







