নিজস্ব প্রতিনিধি >>
ফেনী ডিবেট মোভমেন্ট’র উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের বালিকা বিদ্যানিকেতন আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. সাইফুদ্দিন শাহ্।
স্কুলের প্রধান শিক্ষক শহীদুল হক ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মো. শাহাদাত হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ইকবাল আলম, ফেনী সেন্ট্রল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ফেনী ডিবেট মোভমেন্ট’র প্রধান সমন্বয়ক এডভোকেট সাইফুদ্দিন শাহীন।
বালিকা বিদ্যানিকেতন’র সহকারী শিক্ষিকা জোবেদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুস সাকিব।
কর্মশালায় শহরের শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শেষে সকলের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এইচআর







