নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা গেইট সংলগ্ন অভিযান চালায় পুলিশের এসআই কাজী গোলাম মহিউদ্দিন, সরেজিত বড়–য়া ও আলাউদ্দিন। এ সময় ৫০ বোতল ফেনন্সিডিলসহ মো. শাহীন (২৪) নামে এক যুবককে আটক করা হয়। সে ফেনী সদর উপজেলার ধর্মপুর আশ্রয়ন প্রকল্প এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে।
একইদিন ফেনী পৌরসভাস্থ সুলতানপুর মিয়া বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় নুর জাহান (৪০) নামের এক নারীর ঘর থেকে বিভিন্ন ধরণের ৬৬ বোতল মাদক উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) হারুনুর রশিদ পৃথক ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ/এনকে







