নিজস্ব প্রতিনিধি>>
সোনাগাজীতে ডাকাত-পুলিশের বন্ধুকযুদ্ধে পুলিশ সদস্যসহ অন্তত ১০জন আহত হয়েছে। এসময় হত্যাসহ ৯ মামলার আসামী ডাকাত সর্দার আবদুল কাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সর্দার আবদুল কাদেরকে গ্রেফতারে নিজ বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এসময় ১টি এলজি, ২ রাউন্ডগুলি, লুন্ডিত মালামাল ও নগদ ১০ হাজার টাকাসহ আবদুল কাদেরকে গ্রেফতার করে। তাকে থানায় নিয়ে আসার সময় পাশ্ববর্তী আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ পাল্টগুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় আবদুল কাদেরের পায়ে সহযোগিদের গুলি লাগে। পরে পুলিশ গুলিবিদ্ধ আবদুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য আধুনিক ফেনী সদর হাসপাতালে ভর্তি করায়। একই ইউনিয়নের গোড়ামারা গ্রামের মৃত আবদুর রবের ছেলে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানা ও সোনাগাজী মডেল থানায় ৩টি ডাকাতি, ১টি হত্যা ও ১টি অস্ত্র মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, সংঘর্ষে ৯ পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৫ রাউন্ড ফাকা গুলি ছোঁড়ে।
সম্পাদনা: আরএইচ/এএইচআর







