শহর প্রতিনিধি>>
ফেনীতে দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। বুধবার শহরের জিএ একাডেমী স্কুল মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কুষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ খালেদ কামাল, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বি মনির।
আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিল্পীদের গান, আবৃত্তি, নৃত্য, কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে মেলা উপলক্ষ্যে একটি র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







