নিজস্ব প্রতিনিধি >>
মা-বাবার ফিরতে চায় ৫ বছরের হারিয়ে যাওয়া শিশু মুক্তা। মঙ্গলবার রাতে ফেনী শহরের দাউদপুর ব্রিজ এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী মডেল থানায় হস্তান্তর করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে শিশুটিকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে নাম পরিচয় জানতে চায় স্থানীয়রা। শিশুটি তার নাম মুক্তা, মায়ের নাম মনি এবং তাদের বাসা সেগুন বাগান পাহাড়তলী বলে জানায়। সে পাহাড়তলী রেলস্টেশন থেকে ট্রেনে উঠে ফেনী নামে। এর বেশি কিছু বলতে পারেনি শিশুটি। মা-বাবাকে হারিয়ে থানা হেফাজতে অঝোরে কাদছে সে।
এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, শিশুটির দেয়া তথ্যমতে আমরা বিষয়টি খুলশি থানাকে অবহিত করেছি। খোঁজ খবর নিয়ে আমাদের জানালে শিশুটিকে তাঁদের হাতে হস্তান্তর করবো।
সম্পাদনা: আরএইচ







