পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামে ১৫ জন হত দরিদ্রদের মাঝে চেক বিতরণ করে ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। বুধবার পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংসদের ঐচ্ছিক তহবিল থেকে চেকগুলো তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খিনওয়াননু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদিকা রোকেয়া সুলতানা আঞ্জু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল মোমিন মজুমদার বাদল, মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্ট, বক্সমাহমুদদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, ফেনী জেলা পরিষদের সদস্য শফিকুল হোসেন মহিম, ছাগলনাইয়া জাসদের সভাপতি আবুল কালাম মিন্টু, পৌর জাসদের সভাপতি আবুল কালাম বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসন মিলন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ মোল¬া ও স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।
এর আগে তিনি পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া ইসলামি দাখিল মাদরাসা পরিদর্শন করে সার্বিক খোঁজ খবর নেন।
সম্পাদনা: আরএইচ/এসএএফ







