শহর প্রতিনিধি>>
ফেনী গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পরুস্কার বিরতণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার সস্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
ফেনী গ্রামার স্কুলের অধ্যক্ষ রাজিয়া সুলতানা তমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আফসার ভূঞা, ফেনী পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর জেসমিন আক্তার, ফেনী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শৈম্ভু বৈষ্ণব ও বিশিষ্ট সমাজসেবক মো. আসাদুজ্জামান মজনু।
এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিরতণ করেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







