দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূইয়ার আলোচিত কামাল হত্যা মামলার প্রধান আসামী নুরুল আফসারকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব। রবিবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের সার্কিট হাউজ এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় কামাল হত্যা মামলার প্রধান আসামী নুরুল আফসারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উপজেলার আলীপুর গ্রামের তবারক উল্যাহ কালা মিয়ার ছেলে।
ফেনীস্থ র্যাব-৭এর পরিচালক মেজর আহাম্মদ হোসেন মহিউদ্দিন হত্যা মামলার আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ
দাগনভূঞার কামাল হত্যা মামলার প্রধান আসামী আফসার গ্রেফতার
