নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার র্যলী ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। এছাড়া শ্রমিকদের বিভিন্ন সংগঠন দিনভর নানা কর্মসূচি পালন করছে।
কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসক মনোজ কুমার রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) উক্য সিং, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা জজ কোর্টের পিপি এডভোকে প্রিয় রঞ্জন দত্ত, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি গোলাম নবী প্রমূখ উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদনা: আরএইচ/এনইউসি