ফেনীতে ইয়াবাসহ একাধিক মামলার আসামী মোঃ আবুল কালাম প্রকাশ ছিনতাই কালামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুুপুরে শহরের গাজী ক্রসরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাদক, অস্ত্র, ডাকাতিসহ ৯ মামলার পলাতক আসামী মোঃ আবুল কালামকে গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান পিপিএম ও মোঃ শাহজাহানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম। এসময় গাজী ক্রস রোডের তালতলা ইউসুফ কমিশনারের বাড়ীর সামনে থেকে ৩২ পিস ইয়াবাসহ আবুল কালামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে কুমিল্লার বাক্ষণপাড়া উপজেলার নেয়াবাদ এলাকার কবির আহাম্মদের ছেলে। বর্তমানে সে ফেনী ফলেশ্বর এলাকার রুবেলের বাড়ীতে ভাড়ায় থাকে।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী একাধিক মামলার আসামী মোঃ আবুল কালামকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ/এফএবি







