সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন ভূমি অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃআবদুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন, ফেনী জেলা প্রশাসক (ডিসি) মনোজ কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমা, সোনাগাজী উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, সোনাগাজী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মামুন, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাগত শাহরীন ফেরদৌসি, সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভুমি) নিজাম উদ্দিন, সোনাগাজী উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন মজুমদার, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা সাহেদা খানম, সোনাগাজী উপজেলা পিআইও মো. আফতাবুল ইসলাম, নবাবপুর ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো, মতিগঞ্জ ইউ পি চেয়ারম্যান মো.রবিউজ্জামান বাবু, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, বগাদানা ইউ পি চেয়ারম্যান ইসহাক খোকন, চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান মো. হোসেন।
এছাড়া ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি সদস্য, শিক্ষক -শিক্ষিকা ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এএইচআর