সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজী উপজেলার চর সোনাপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হাফেজ ওমর ফারুক (২২) নামের এক শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামের ওমর ফারুক নিজ বাড়ীর দরজায় ধান মাড়ানোর মেশিনে কাজ করছিলেন। এসময় হঠাৎ অজ্ঞাত বশত বিদ্যুতের তারে সে জড়িয়ে পড়ে। পরে প্রতিবেশি ও প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত ফারুক উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামের আবদুর রশীদ ড্রাইবারের ছেলে। সে মঙ্গলকান্দি দারুল উলুম মাদরাসার ছাত্র বলে পরিবাররিক সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক সাইয়েদুল মোস্তফা বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শিক্ষার্থী নিহতের সত্যতা নিশ্চিত করেন।
সম্পদনা: এনকে






