ফেনীতে নানা আয়োজনে জাতীয় বিদ্যুৎ ও জ¦ালানী সপ্তাহ পালিত হয়েছে। বৃহস্পতিবার শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ বিদ্যুৎ বিতরণ বিভাগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
বিদ্যুৎ বিতরণ বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (সদস্য সেবা) মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেনফেনী প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, গ্রাহক ও শিল্প উদ্যোক্তা বদরুদ্দিন আহম্মেদ কামরান ও আবদুল মোতালেব।
বিদ্যুৎ বিতরণ বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন ফেনীতে ৪০ লাখ নতুন সংযোগ প্রদান, ৫৫ হাজার কি. মি. বৈদ্যুতিক লাইন নির্মাণ ও ৭৮টি উপকেন্দ্রের ক্ষমতাবর্ধন করে মোট ১৮০০ এমভিএ ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। আলোচনা সভা পূর্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
সম্পাদনা: আরএইচ/এএম







