শহর প্রতিনিধি>>
ফেনী শহর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান রবিবার সন্ধায় ফেনী শহর ব্যবসায়ী সমিতির কর্যালয়ে অনুষ্ঠিত হয়। শহর ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক শাহ আলম বাদলের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হারুন।
কার্যকরী কমিটিকে শপথ পাঠ করান নির্বাচন কমিশনারের চেয়ারম্যান ফেনী শহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মাকছুদুর রহমান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শহর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাচ্চু, যুগ্ন-সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক প্রতিনিধি ফারুক হোসেন ও এমদাদ হোসেন। অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতির কেন্দ্রিয় কমিটির, শাখা কমিটির, বিভিন্ন রোড়ের ব্যবসায়ী ও বিভিন্ন পেশার কর্মজীবি শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: এনকে
শহর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিতদের শপথ অনুষ্ঠান
