ফেনীতে দুই জন মাদক সেবীর ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার শ্যামল চন্দ্র বসাক এ রায় দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ফেনীশহর ও বিভিন্ন ইউনিয়নের মাদক বিক্রি ও সেবন করে আসছে একটি চক্র। মঙ্গলবার সকাল ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ভালুকিয়া গ্রামের মোমতাজুল হক চৌধুরীর বাড়ি থেকে ১ পুরিয়া গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ হারুন খোন্দকার (৩৮) ও আবুল কালাম (৫৮) নামের দুইজনকে আটকের পর ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত কালাম ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং হারুন পরশুরাম উপজেলার বাঁশপাদুয়া গ্রামের খোন্দকার বাড়ির সুরুজ খোন্দকারের ছেলে।
ভ্রাম্যমান আদালতের বিচারক শ্যামল চন্দ্র বসাক বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখা হবে।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ