নতুন ফেনী ডেস্ক>>
ফেনীতে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিন মঙ্গলবার ফেনীতে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিবির।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শহরের খাজুরিয়া এলাকায় বিক্ষোম মিছিল বের করে শিবির। ফেনী শহর সভাপতি তারেক মাহমুদের নেতৃত্বে মিছিলটি ট্রাংক রোডের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের উপস্থিত টের পেয়ে সটকে পড়ে তারা। মিছিলে শহর অর্থ সম্পাদ নাজমুস সাকিব, প্রকাশনা সম্পাদক সামাউন হাসান প্রমূখ উপস্থিত ছিলেন। একইভাবে বেলা ১২টার দিে ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে আরেকটি মিছিল বের করে ছাত্র শিবির। শহর সেক্রেটারী মঈনুল ইসলাম যোবায়েরের নেতৃত্ব মিছিলটি সড়কে অবস্থান করে অবরোধের সমর্থনে শেলাগাণ দেয়। এ সময় শহর শিক্ষা সম্পাদক আবু তৈয়ব, ছাত্রকল্যাণ সম্পাদক সুলতান মাহমুদ টিপু প্রমূখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে অবরোধের সমর্থনে শহরের এসএসকে সড়কের হক প্লাজার সামনে থেকে জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্যাহ চৌধুরী বরাতের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি কয়েকগজ অতিক্রম করে ইসলামপুর রাস্তার গিয়ে শেষ হয়। মিছিলে জেলা স্বেচ্চা সেবক দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল, পৌর যুবদলের সমন্বয়ক জাহিদ হোসেন বাবলু, ছাত্রদল নেতা সৈকত জাহান প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এমইউপি
ফেনীতে অবরোধের সমর্থনে ছাত্রদল-শিবিরের ঝটিকা মিছিল
