মিরসরাই প্রতিনিধি>>
২০ দলীয় জোটের ডাকে অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিন রাতে মিরসরাইয়ে ৮-১০টি গাড়ি ভাংচুর করেছে ছাত্রদল, যুবদল ও জাসাস কর্মীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকঘর মৌলভী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওইস্থানে আগে ওৎপেতে থাকা যুবদল, ছাত্রদল কর্মীরা চট্টগ্রাম থেকে পন্যবোঝায় ৮-১০টি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়। বর্তমানে মহাসড়কের মিরসরাইয়ের ৩০ কিলোমিটার এলাকাজুড়ে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবিকে টহল দিতে দেখা গেছে। মহাসড়কে শুক্রবার অন্যদিনের চেয়ে গাড়ি চলাচল বৃদ্ধি পেয়েছে। সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের সন্দেহ হলে গাড়ি চেক করতে দেখা গেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এমকে ভূঁইয়া বলেন, নাশকতা ঠেকাতে সড়কের বিভিন্ন পয়েন্টে রাত-দিন দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা। এছাড়া পুলিশ প্রহরায় বিভিন্ন যানবাহন পার করে দেয়া হচ্ছে বলে জানান তিনি।
সম্পাদনা: আরএইচ/এমইউ
মিরসরাইয়ে ছাত্রদল-যুবদলের গাড়ি ভাংচুর
