স্বর্ণের চেইন, লেপ-তোষক নিয়ে রিক্সাচালক আবুল কালামের বাড়ীতে ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার। নিজে উপস্থিত থেকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে বিবি জাহেদাকে স্বামীর হাতে তুলে দেন। বৃহস্পতিবার বিকালে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আবুল কালাম ও স্থানীয়রা জানায়, আবুল কালামের বড় মেয়ে বিবি জাহেদার বিয়ে ঠিক হয় বৃহস্পতিবার। বুধবার গায়ে হলুদ। মেয়ের বিয়ের জন্য মানুষের কাছে হাত পেতে ৪০ হাজার টাকা সংগ্রহ করে দরিদ্র আবুল কালাম। বুধবার মেয়ের বিয়ে বাাজর করতে এসে স্বর্ণের চেইন কিনে বাড়াী ফেরার সময় পথিমধ্যে তিন যুবক ওই চেইনসহ সাথে থাকার ৩০ হাজার টাকা নিয়ে যায়। খবরটি অনলাইন নিউজপোর্টাল নতুন ফেনীসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারের নজরে পড়ে। তাৎক্ষণিক তিনি ওই পরিবারের পাশে দাাঁড়ানোর ঘোষণা দেন।
পরে বৃহস্পতিবার দুপুরে স্বর্ণের চেইন, লেপ-তোষক নিয়ে হাজির হন ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার। এসময় পুলিশের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
সম্পাদনা: আরএইচ/এইচআর