ফেনীতে সড়ক দূর্ঘটনায় আবদুল করিম (৪০) নামে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা মৃত্যু বরণ করেছেন। বৃহস্পতিবার দুপরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসাতাল সূত্র জানায়, ওই দিন দুপুরে লেমুয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল করিম মোটর সাইকেল যোগে শহরের আসছিলেন। তাকে বহনকারী মোটর সাইকেলটি মহাসড়কের ওই এলাকায় পৌঁছলে শ্যামলি পরিবহণের একটি বাস মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃতু হয়। নিহত আবদুল করিম ফেনীর ফুলগাজী উপজেলার পশ্চিম ঘনিয়া মোড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু তাহের সড়ক দূর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পাদনা: আরএএইচ/এনজেটি







